শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শীতে কাহিল মানুষ, ধূলিময় ঘন কুয়াশায় সূর্যের তাপে বাধা

চুয়াডাঙ্গায় পারদ ৮.৪ ডিগ্রি

শফিউল আলম | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:৩২ পিএম

উত্তুরের হাঁড় কনকনে হিমেল হাওয়ার সাথে পৌষের শীতের কামড়ে দেশের প্রায় সর্বত্র কাহিল হয়ে পড়েছে মানুষ। আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র জানায়, পৌষের শীত আবহাওয়াগত স্বাভাবিক রুটিন। কিন্তু ধূলোবালির ব্যাপক দূষণের সঙ্গেই ঘন কুয়াশা মিশে আছে। এ কারণে সূর্যের তাপ বা রোদের তেজ মাটিতে আসতে বাধা পাচ্ছে। এরফলে সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছির দিকে চলে গেছে ঢাকাসহ দেশের অনেক জায়গার তাপমাত্রা। বেড়ে চলেছে শীতের দাপট। ঢাকায় তাপমাত্রা সর্বোচ্চ ১৬.২ এবং সর্বনিম্ন ১৩.৪ ডিগ্রি সে.।
আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দক্ষিণ-পশ্চিমের জনপদ চুয়াডাঙ্গায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যশোরে ৯, রাজশাহীতে ৯.৮, চট্টগ্রামে ১৪, সীতাকুণ্ডে ১১.২ ডিগ্রি সে.। সমুদ্র তীরের কক্সবাজারেও পারদ নেমে গেছে ১৪ ডিগ্রিতে।
আবহাওয়া বিভাগ জানায়, চলমান শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। কুয়াশার সাথে মিশেছে ধূলোবালি। দিনের বেলায় দীর্ঘ সময় ধূলোবালি দূষণযুক্ত কুয়াশা থাকার ফলে মাটিতে সূর্যের আলো কম পড়ছে। এর প্রভাবে বাড়ছে শীতের তীব্রতা।
আগামীকাল শনিবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি এবং শৈত্যপ্রবাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
আজও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন