শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হালিমার চিকিৎসায় সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর আবুজর গিফারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী হালিমা খাতুন। পিতা মৃত শহীদ গাজী, ২০১৭ সালে মা হারানোর পর থেকে সংসারের সব কাজ সামাল দিয়েও পড়ালেখা চালিয়ে পাড়ি দিতে হয়েছে অনেক প্রতিকূলতা। কিন্তু নিজ প্রচেষ্টায় সকল বাঁধা ডিঙিয়ে এগুতে থাকা হালিমার যাত্রা হঠাৎ থমকে গেছে কঠিন এক ব্যাধিতে। গত ১৩ ডিসেম্বরে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে নিউরো সার্জনের প্রফেসর ডা. আনিসুল হক জানান, হালিমার ব্রেইনে অত্যাধিক চাপের কারণে মাথা ঘুরে পড়ে যাওয়ায় মাথায় রক্ত জমাট বাঁধে। জরুরিভাবে অপারেশন করে জমাট বাঁধা রক্ত অপসারণ না করলে যে কোনো মুহূর্তেই ব্রেইন স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসার জন্য এ মূহুর্তে প্রায় ৭৫ হাজার টাকার প্রয়োজন।
ভ্যান গাড়ি চালিয়ে দিনমজুর ভাইয়ের পক্ষে চিকিৎসার এত টাকা যোগাড় করা অসম্ভব। দিনমজুরী করে কোনো রকমে চলে ৬ জনের অভাবের সংসার। নিকট আত্মীয়-স্বজনের কাছে ধার দেনা করে কোনো রকম তার চিকিৎসা চালিয়ে আসলেও চিকিৎসার এত সংগ্রহ করতে না পেরে বাধ্য হয়ে বড় ভাই এ আউয়াল সমাজের দানশীল, হৃদয়বান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হালিমার চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
এ আউয়াল
হিসাব নং ১৭৮.১০৫.২১৬৪২
ডাচ বাংলা ব্যাংক লি.
রামপুরা শাখা, ঢাকা
মোবাইল: ০১৯৮৫৯০৭৬৮৪ (বিকাশ)

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন