রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জুটি হয়ে কাজ করছেন তাহসান ও মিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বিজ্ঞাপন এবং নাটক-সিনেমায় একের পর এক জুটি হয়ে কাজ করছেন বিদ্যা সিনহা মিম ও তাহসান। এ জুটি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছে। মিম বলেন, যখন গ্রামীণফোনের বিজ্ঞাপনের কাজ শুরু করি, তখন এর ছোট গল্পগুলো পড়ে মুগ্ধ হয়েছিলাম। নারী পিছিয়ে নেই, এটাও বিজ্ঞাপনগুলোর গল্পে ¯পষ্ট। তাহসানকে নিয়ে মিম বলেন, তাহসানের সঙ্গে এর আগে বেশকিছু নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করেছি। আমাদের বোঝাপড়া ভালো বলেই হয়তো এ পর্যন্ত একসঙ্গে যতগুলো কাজ করেছি, তা দর্শকের ভালো লেগেছে। এদিকে নতুন বছর দুইটি চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন মিম। পরাণ ও ইত্তেফাক শিরোনামের সিনেমা দুইটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD.EMAN ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ পিএম says : 0
দুজন খুব ভাল করে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন