শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

লিটল উইমেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:২৬ এএম

১ স্টার ওয়ার্স এপিসোড নাইন : দ্য রাইজ অফ স্কাইওয়াকার
২ জুমানজি : দ্য নেক্সট লেভেল
৩ ফ্রোজেন টু
৪ লিটল উইমেন
৫ স্পাইজ ইন ডিসগাইস

লিটল উইমেন
লুইসা মে অ্যালকটের ক্লাসিক উপন্যাস অবলম্বনে ড্রামা ফিল্ম ‘লিটল উইমেন’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। ‘নাইটস অ্যান্ড উইকএন্ডস’ (২০০৮) এবং ‘লেডি বার্ড’ (২০১৭) গেরউইগ পরিচালিত ফিল্ম।
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়ের কাহিনী। মার্চ পরিবারের তিন বোন গৃহবধূ মেগ (এমা ওয়াটসন), লেখক জো (সিওর্শা রোনান) এবং পেইন্টার এমি (ফ্লোরেন্স পিউ)। এখন তারা তাদের খালার (মেরিল স্ট্রিপ) সঙ্গে প্যারিসে বাস করছে। সাত বছর আগে মে, জো আর এমি তার মা মার্মির (লরা ডার্ন) সঙ্গে এক ছাদের নিচে বাস করত, সেসময় তাদের লাজুক বোন বেথও (এলিজা স্ক্যানলেন) তাদের সঙ্গে থাকত। আর তাদের বাবা (বব ওডেনকার্ক) যুদ্ধে যোগ দেয়। তাদের পড়শি লরি (টিমোথি শালামে) ছিল মার্চ বোনদের দারুণ ভক্ত)। সময় ভাল কাটছিল তাদের পরে তারা তাদের প্রত্যাশা পূরণের জন্য নিজ নিজ পথ বেছে নেয়। গৃহযুদ্ধের পটভূমিতে তাদের জীবনধারাই এই ফিল্মের গল্প।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন