উন্নত চিকিৎসা না পেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর মেঝ বোন সেলিমা ইসলাম। তিনি জানান, জামিন না দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। রোববার (৫ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করে এসে একথা বলেন তিনি। এসময় তার সাথে আরও সাক্ষাৎ করতে যান খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতী জাহিয়া রহমান, সামিন ইসলাম, রাখিন ইসলাম ও আরিবা ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন