শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আন্তর্জাতিক কাস্টমস দিবস চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

আন্তর্জাতিক কাস্টমস দিবসে গতকাল রোববার নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। সকালে কাস্টম হাউস চত্বরে র‌্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাস্টম কর্মকর্তারা নানা প্রতিক‚লতার মধ্যেও দেশের সমৃদ্ধির জন্য কাজ করেন। সরকারকে অর্থ জোগান দেন। আপনাদের মেধায় কাস্টমসের ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার জনগণ ও সরকারি প্রতিষ্ঠানের দূরত্ব কমিয়েছে। ইমার্জিং টাইগার হয়েছে বাংলাদেশ- এটি আমাদের গর্ব।

র‌্যালিতে অংশ নেন আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন আঞ্চলিক কমিটির আহŸায়ক ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম, অতিরিক্ত কমিশনার মো. আকবর হোসেন, কাজী জিয়া উদ্দিন, যুগ্ম কমিশনার মাহবুব হাসান, এএসএম শামসুজ্জামান, সাধন কুমার কুÐ, শরীফ হাসান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন প্রমুখ।
র‌্যালিটি নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উইংয়ের অংশীজন, কাস্টম হাউসের শুল্ক মূল্যায়ন, আপিল কমিশন, আয়কর, শুল্ক গোয়েন্দা, বন্ড কমিশনারেট, কাস্টমস একাডেমি, ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন এতে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন