শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে কাস্টমসের বড় নিলাম আজ

মার্সিডিজ, মহিষের গোশতসহ থাকছে ৩১৬ কন্টেইনার পণ্য

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০১ এএম

মূল্যবান চারটি মার্সিডিজ বেঞ্জ, হিমায়িত মহিষের গোশত, খাদ্য, ফল, মাছ, কাপড়সহ ৩১৬টি কন্টেইনার ভর্তি বিভিন্ন ধরনের পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে দিনব্যাপী এই নিলাম অনুষ্ঠিত হবে। এটি এ পর্যন্ত সবচেয়ে বড় নিলাম বলে জানিয়েছেন কাস্টম হাউস কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে গত তিন মাস কোন নিলাম হয়নি।

কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার ফরিদ আল মামুন ইনকিলাবকে বলেন, বিভিন্ন কারণে বন্দরে আটকে থাকা, নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না নেওয়া ৩৬১ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি হবে। মোট ১৭৪টি লটে পণ্য নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে রয়েছে চারটি বিলাসবহুল গাড়ি, ১৫০ টন পেঁয়াজ, ১৭৪ টন মহিষের গোশত, ২৪ কন্টেইনার আপেল, ৭২৯ টন বিভিন্ন ধরনের পশু খাদ্য, ৪০ কন্টেইনার গার্মেন্টস পণ্য, ৯ টন মাছ। এছাড়া ৮ কন্টেইনার আর্ট পেপার এবং ২৮ কন্টেইনার বিভিন্ন ধরনের মেশিনারিজ।

সকাল থেকে এসব পণ্যের নিলাম শুরু হবে। দুপুর পর্যন্ত দরদাতারা নির্দিষ্ট শিডিউলে নিজেদের ঐচ্ছিক দর দিয়ে ফরম জমা দিতে পারবেন। বিকেলে উপযুক্ত দরদাতা নির্ধারণ করে তাদের কাছে এসব পণ্য ছাড় এবং হস্তান্তর করবে কাস্টম কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে নিলামযোগ্য এসব পণ্যের প্রদর্শনী হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন