0১.
সবুজ ধানক্ষেতে কৃষকের সবুজ হাসি
মেঘমুক্ত আকাশ হাসে নির্মল নীলাভ হাসি
মেঠোপথে ক্লান্তিহীন হাঁটে রাখাল বালক
কৃষক তনয়ার চোখে মুখে নিরুপম খুশি!
০২.
সবুজ পাতায় কেঁপে কেঁপে মুছে যায় সন্ধ্যার বাতাস
খয়েরি শালিকগুলো আকাশে উড়ে উড়ে ফিরে নীড়ে
শত সহস্র যুগ ধরে রয়েছি তোমারই অপেক্ষায়
এখনো খুঁজি তোমায় চেনা অচেনা মানুষের ভিড়ে!
০৩.
হরিণের বুকে বিষের বাণের মত যে ক্ষত,
তেমনি ক্ষত হয়েছে আমার এই বুকে
ছেড়ে দিয়ে আমার দুই হাত ধরেছো অন্যের-
পারিনি ফেরাতে তোমায় শতবার ডেকে!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন