১ মালাঙ
২ জওয়ানি জানেমান
৩ শিকারা
৪ স্ট্রিট ডান্সার থ্রিডি
৫ তানাজি : দি আনসাঙ ওয়ারিয়র
মালাঙ
মোহিত সুরি পরিচালিত রিভেঞ্জ অ্যাকশন ফিল্ম।
অদ্বৈত (আদিত্য রায় কাপুর) একজন শান্তিপ্রিয় বিনয়ী মানুষ। গোয়াতে সারার (দিশা পাটানি) সঙ্গে তার পরিচয় হয়। সারা লন্ডন থেকে প্রথমবার ভারতে এসেছে জীবন তার মত করে উপভোগ করতে। সারা আর অদ্বৈত পরস্পরের প্রতি তাৎক্ষণিকভাবে আকৃষ্ট হয়। ভাল সময় কাটছিল পরস্পরের সান্নিধ্যে। কিন্তু একসময় সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর পাঁচ বছরের পর বড়দিনের সময় অদ্বৈত খুনি হিসেবে আবির্ভূত হয়। দুই পুলিশ অফিসার তাকে পাকড়াও করার মিশনে নামে। এর মধ্যে আনজানে আগাসে (অনিল কাপুর) পুলিশের নীতি না মানা এক অফিসার আর তার সঙ্গী মাইকেল রদরিগেস (কুণাল খেমু), একজন নীতিবান পুলিশ সদস্য। অদ্বৈত কেন হঠাৎ করে খুনি হয়ে উঠলো তার ব্যাখ্যাই কাহিনীর বাকি অংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন