আলী এরশাদ
শহীদ মিনার দেখে শ্রদ্ধায় নোয়াই মাথা
মনে পড়ে ভাষা আন্দোলন, অগ্নিঝরা ইতিহাস
মনে পড়ে শহীদ এবং প্রতিবাদী ভাইদের কথা।
বিশেষত যখন হাজির হয় ফেব্রুয়ারি মাস
বর্ষার নদীর মতো ফুলেফেঁপে ওঠে এই শ্রদ্ধা।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে
দলবেঁধে নগ্ন পায়ে ফুলে ফুলে ভরে দেই শহীদ মিনার;
কি ভুলিতে পারি?”
তারপর সারাটি বছর
পাথরের মতো চুপ হয়ে থাকি
ভুলে থাকি সব,
এখানেই শেষ যেন তাঁদের স্মৃতির প্রতি
আমাদের দায়িত্ব ও মূল্যায়ন।
মন্তব্য করুন