‘জাতির পতাকা এখনো খামচে আছে পুরনো শকুন’ কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহের এই পঙ্কতি ফের মনে পড়ে যায় জাতীয় পতাকা অবমাননা দেখে। বিজয়ের ৪৯ বছর ও ভাষা শহীদের ৬৮ বছরে এসেও লাখো শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকার ওপর এখনো যেন শকুনের কুদৃষ্টি রয়ে গেছে।
বেতাগী বাসস্ট্যান্ডের ‘শোভন ভিলা’ ভবনের দ্বিতীয় তলায় বেসরকারি সংস্থা মানবিক উন্নয়ন কেন্দ্র (পদক্ষেপ) উপজেলা শাখার প্রধান কার্যালয়। গতকাল শুক্রবার পদক্ষেপ কার্যালয়ে জাতীয় পতাকা টাঙানো হয়েছে জানালার গ্রিলের সাথে এবং পতাকা অর্ধনমিত রাখা হয়নি। এভাবে পতাকা টাঙানো জাতীয় পতাকার অবমাননা করার শামিল। এতে সরকারি বিধি মোতাবেক পতাকা না টাঙানোই হচ্ছে না।
গতকাল ছিলো মহান একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম রয়েছে। পদক্ষেপের এ বিষয় নিয়ে এলাকার সর্বত্র আলোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে পদক্ষেপের উপজেলা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন,‘ আমি স্টেশনে ছিলাম না, এজন্য অফিসের স্টাফরা ভুল করে এভাবে জাতীয় পতাকা রেখেছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন