শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নড়াইলে শতাধিক মোটরসাইকেল আটক

নড়াইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সড়ক নিরাপত্তা আইন-২০১৮ বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করছে নড়াইল জেলা ট্রাফিক পুলিশ। এই কার্যক্রমের অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকালে নড়াইল চৌরাস্তা এলাকায় কয়েকঘণ্টা অভিযান পরিচালনা করে ট্রাফিক ও ডিবি পুলিশের যৌথ টিম। লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন, হেলমেট ছাড়া শতাধিক মোটরসাইকেল আটক করে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, সড়ক নিরাপত্তা আইন-২০১৮ পরীক্ষামূলক বাস্তবায়নে ইতিপূর্বে সচেতনতামূলক অনেক ধরণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরপরও সড়কে আইন প্রয়োগ সঠিকভাবে করতেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে সড়কে বেআইনী মোটরসাইকেল আটক করা হচ্ছে।
ট্রফিক সার্জেন্ট মনির হোসেন বলেন, সড়কে শৃংখলা ফেরাতে অভিযান পরিচালিত হচ্ছে। অনেক দিন ধরে বিভিন্নভাবে জনসাধারণকে সচেতন করা হযেছে। এখন থেকে এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন