শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

বইমেলায় এবং অন লাইনে ভাল বিক্রি হচ্ছে

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৮ পিএম

মহান একুশের বই মেলায় এখন ভাল কাটতি। কিছু প্রকাশক তা স্বীকার করতে চান না। কারণ, মিডিয়া আরও বেশি করে লিখুক।তা হলে মেলার খবর আরও প্রচার হবে।বই বেচা হবে অনেক।প্রকাশকের কত কৌশল। তবে

অন লাইনে বিক্রি ভাল।কারণ মেলায় ২৫ পারসেন্ট ছাড় দেওয়া হয়। অন্য দিকে অনলাইনে ২৯ পারসেন্ট । তাই মেলায় না এসেও ঘরে বসে সংগ্রহ করা অনেক সহজ। কবিতা,উপন্যাস, শিশুতোষ,গল্প, গোয়েন্দা কাহিনী এসব এর পাশাপাশি রাজনৈতিক প্রবন্ধগ্রন্থও কম বিক্রি হচ্ছে না। রাজনৈতিক চিন্তা ধারার পাঠক এসব বই বেশি কিনছেন।প্রতিদিনই মেলায় নতুন নতুন বই আসছে।
'নজরুল - সংখ্যাকরণ ' বের করেছে, বইপত্র। লেখক: শফিচাকলার। মূল্য : ২০০ টাকা।"ঘরের খোজে নিখোঁজ" বাড়ি" --বের করেছে, অনুপ্রাণন প্রকাশন। লিখেছেনঃ সালাহ উদ্দিন সালমান।মূলঃ ১৬০ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন