শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুই সাংবাদিককে সরিষাবাড়ী মেয়রের হুমকি

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ায় দুই সাংবাদিককে শর্টগানের গুলিতে হত্যার হুমকি দিলেন মেয়র। নিরাপত্তা চেয়ে গত বুধবার বিকেলে মানবকন্ঠ প্রতিনিধি, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর এবং সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি দৈনিক মানবকন্ঠ পত্রিকায় ‘সরিষাবাড়ীতে নিজের পুকুরে সরকারি অর্থে পার্ক নির্মাণ : উন্নয়নের চেয়ে সৌন্দর্যবর্ধনে ব্যস্ত মেয়র’ এবং ২৬ ফেব্রুয়ারি দৈনিক সমকালে ‘পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে পৃথক দু’টি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনিসহ তাঁর চিহ্নিত কিছু মাদকসেবী অনুসারীদের দিয়ে মানবকন্ঠ প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর এবং সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন হরেকের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য, মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকি দেন। গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯:১৫ টার দিকে মেয়র রোকন আরামনগর বাজারস্থ সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের চেম্বারের সামনে ও মহিলা কলেজ মোড়ে দলবল নিয়ে শর্টগান উচিয়ে দিয়ে মহড়া দেন এবং ‘ওরে পাইলে গুলি করে মাথার খুলি ওড়িয়ে দেবো, নয়তো যেকোনোভাবে সাইজ করে জীবনের তরে শিক্ষা দেবো’- বলে হুমকি দিয়ে চলে যান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন