শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হিলিতে মাদক ও ভারতীয় রুপিসহ আটক ৭

হিলি বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

হিলি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় রুপিসহ ৭ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
গতকাল শনিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির বাংলাদেশি ২৮ হাজার ৫শ’ ও ভারতীয় ১৭ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বগুড়া সদর জহুরুল নগরের মো. আমিনুল ইসলাম ছেলে মো. আসাদুজ্জামান, সুলতানগঞ্চপাড়ার মৃত আ. রশিদ শেখের ছেলে মো. জুয়লে শেখ, মো. আশরাফ আলীর ছেলে মো. রাশদে, গাজী পালশা মো. রেজাউল ইসলাম ছেলে মো. মামুনকে ২৫০ গ্রাম গাঁজা ও মাদকসেবন করার অপরাধে সিএনজিসহ আটক করা হয়। হিলির মধ্যবাসুদবেপুর গ্রামের মো. বাবুর ছেলে মো. সাব্বির হোসেন, মাঠপাড়ার মৃত সকেন্দোর আলীর ছেলে সাইদুল ইসলামকে ১৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের বাংলাদেশি ২৮,৫০০ টাকা ও ভারতীয় রুপি ১৭,০৪০ টাকাসহ আটক করা হয়। মাদকসেবন করার অপরাধে মো. লোকমান হোসেনের ছেলে মো. মামুনুর রশীদ কমলকে আটক করে হাকিমপুর থানায় মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন