শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

১০০ খেলোয়াড়ের পাশে বাহফে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসের আতঙ্কে প্রায় দুই মাস খেলা বন্ধ। এতে মানবেতর দিন কাটাচ্ছেন দেশের অনেক খেলোয়াড়। এসব খেলোয়াড়দের সহযোগিতায় অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চেয়ারম্যান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি সরকারি সহায়তার জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কাছ থেকে দুস্থ খেলোয়াড়দের তালিকা চেয়েছেন। বাহফে ৫০ জন দুস্থ খেলোয়াড়ের নাম এনএসসিতে জমা দিয়েছে। এসব খেলোয়াড় প্রত্যেকে এনএসসির কাছ থেকে পাবেন ১০ হাজার টাকা করে। এছাড়া এর বাইরে আরো ১০০ জন খেলোয়াড়ের পাশে এসে দাঁড়িয়েছে বাহফে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিচ্ছেন বাহফের নির্বাহী কমিটির সদস্যরা। বাহফে সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ শিকদারের উদ্যোগে নির্বাহী কমিটির সব সদস্যরা মিলে ১০ লাখ টাকার তহবিল সংগ্রহ করেছেন। গত ১১ মে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামস্থ ফেডারেশন কার্যালয়ে রশিদ শিকদারের হাতে সেই দশ লাখ টাকার চেক হস্তান্তর করেন বাহফে সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং বাহফে সহ-সভাপতি ড. মাহফুজুর রহমান, যুগ্ন-সম্পাদক কামরুল ইসলাম কিসমত, সদস্য খাজা তাহের লতিফ মুন্না ও বদরুল ইসলাম দিপু।
চেক গ্রহণ শেষে রশিদ শিকদার বলেন, ‘আমরা ১০০ জন খেলোয়াড়ের তালিকা তৈরি করছি। এই তালিকায় সাবেক ও বর্তমান খেলোয়াড় যেমন আছেন, তেমনি আছেন সংগঠক, আম্পায়ার। নারী খেলোয়াড়রাও আছেন এই তালিকায়। প্রাথমিকভাবে আমরা এই ১০০ জনকে সহায়তা করব। সবার ব্যাংক হিসেব নম্বর চাওয়া হবে। সে অনুযায়ী তাদের কাছে টাকা পাঠানো হবে। তবে যাদের আমরা সহায়তা করব তাদের নাম প্রকাশ করা হবে না। তবে যারা এনএসসির কাছ থেকে অর্থ সহায়তা পাচ্ছেন তারা আবার এই তালিকায় থাকছেন না।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন