শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘নো বিদেশি, নো আইপিএল’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১১ এএম

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চ‚ড়ান্ত নয়। তবে আলোচনা চলছে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের সম্ভাবনা নিয়ে। যদিও সে সময় অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। করোনার জন্য বিশ্বকাপের ভবিষ্যৎ শঙ্কার মুখে। বিশ্বকাপ স্থগিত হলে সে সময় আইপিএল হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

আইপিএল মাঠে নামানোর জন্য আরও একটি প্রস্তাব এসেছে- বিদেশি খেলোয়াড় বাদ দেওয়া। করোনা আতঙ্ক, পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা মিলিয়ে বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে শুধু ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজনের প্রস্তাব দিয়েছে রাজস্থান রয়্যালস। আগেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে চেন্নাই সুপার কিংস। বিদেশি ছাড়া আইপিএলকে এবার না বলে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবও। তারকাদের ছাড়া বিশ্বমানের এই টুর্নামেন্ট হওয়া উচিত নয় বলে মনে করেন পাঞ্জাবের সহকারী মালিক নেস ওয়াদিয়া, ‘আইপিএল ভারতীয়দের তৈরি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটি বিশ্বে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। তাই টুর্নামেন্টের জন্য আন্তর্জাতিক মানের প্রচারমাধ্যম ও আন্তর্জাতিক তারকাদের প্রয়োজন।’

অনেক বিদেশি তারকা আইপিএল খেলার জন্য উন্মুখ হয়ে আছেন। তবে বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারটি মাথায় রেখে আপাতত করোনা পরিস্থিতিতেই নজর রাখতে বলছেন ওয়াদিয়া, ‘সে সময়ে (সেপ্টেম্বর-অক্টোবরে) বিদেশি খেলোয়াড়দের ভ্রমণের অনুমতি আসে কি না সেটি দেখতে হবে। আমি মনে করি এই মুহ‚র্তে এত এত নিয়ন্ত্রণের বাইরের বিষয় সামনে আছে যে বিসিসিআইয়ের জন্য সামনে কী ঘটতে পারে তার অনুমান করাও সম্ভব নয়। আগামীকাল যদি করোনা আরও বাড়তে থাকে তাহলে কী হবে? এই মুহ‚র্তে করোনা বাদ দিয়ে অন্য কিছু ভাবা বুদ্ধিমানের কাজ নয়।’

বিশেষজ্ঞদের মতে জুলাই-আগস্টে ভারতে করোনা ভয়াবহ পর্যায়ে যেতে পারে। সুতরাং এখন আইপিএল নিয়ে কথা বলা উপযুক্ত সময় নয় বলে মনে করেন ওয়াদিয়া, ‘আমাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপ‚র্ণ বিষয় হল বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা। এটি আরও এক-দুই মাস বা আরও বেশি স্থায়ী হতে পারে। ভাইরাসটি কমার পরে আইপিএল কখন ও কোথায় অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়গুলো নিয়ে পরিষ্কার করা যেতে পারে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Mohammed Syed ১ জুন, ২০২০, ১:২৭ এএম says : 0
বিদেশি বাদ দিলে কি মানুষ ৪৭ বছরের প্রবীণ তাম্বে আর ধারাভাষ্যকার উথাপ্পার খেলা দেখতে সময় নষ্ট করবে?
Total Reply(0)
Jabair Ahammad ১ জুন, ২০২০, ১:২৭ এএম says : 0
এটি বিশ্বে ক্রিকেটের সবচেয়ে বড় আসর???? :D
Total Reply(1)
asif ১ জুন, ২০২০, ১০:৫৪ এএম says : 0
haan.... eer khoroch to ta tai bole
SH IMRAN ১ জুন, ২০২০, ১:২৭ এএম says : 0
যদি সত্যিই আইপিএল এর জন্য বিশ্বকাপ স্থগিত হয়ে যায়, তবে ক্রিকেটের সবচেয়ে কলঙ্কময় ঘটানো হবে এটি।
Total Reply(0)
Jafar Anwari ১ জুন, ২০২০, ১:২৭ এএম says : 0
আই পি এলে বিদেশীরা খেললে বিশ্বকাপ ই বা কেন বাতিল হবে?
Total Reply(0)
Khorshed Gazi ১ জুন, ২০২০, ১:২৭ এএম says : 0
রাসেলদেরকে বলবো খেলার জন্য আরেকটু ধৈর্য্য করতে। তাড়াহুড়ো করলে সেটা জীবনের উপর দিয়ে যেতে পারে। বিশ্বকাপ বাদ হয়ে গেলে সেখানে আইপিএলের বেলাতেও একই সিদ্ধান্ত হবার কথা । বিশ্বকাপে যেখানে ডিসট্যান্স মেইনটেইন হবে না একই কথা প্রযোজ্য আইপিএলের বেলাতেও। তাই বিশ্বকাপের মত একটা আবশ্যিক টুর্নামেন্ট যেখানে হবে কি হবে না এই প্রশ্ন আসছে সেখানে বিশ্বকাপে বাদ দিয়ে আইপিএল খেলানো হবে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা।
Total Reply(0)
Shohana Islam ১ জুন, ২০২০, ১:২৮ এএম says : 0
বিদেশি ক্রিকেটার ছাড়া আইপিএল এটা তো লবন ছাড়া তরকারির মতো
Total Reply(0)
Biplob Ahamed ১ জুন, ২০২০, ১:২৮ এএম says : 0
আইপিএল মানেই তো বিদেশি ক্রিকেটার তানাহলে আইপিএলের দেখার কোনো মানেই থাকেনা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন