স্বাভাবিকভাবেই শাহীন আফ্রিদীর প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব ক্রিকেটের বিশ্লেষকরাও। ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের এই তারকা পেসারকে। তার মতে, শাহীন যদি আইপিএল খেলার সুযোগ পেতেন তাহলে নিলামে অন্তত ১৪-১৫ কোটি রুপিতে বিক্রি হতেন!
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের শেষ ম্যাচে শাদাব খান ও হারিস রউফ দারুণ বোলিং করেছে। তবে একদম শুরুতে শাহিন আফ্রিদির স্পেলই ম্যাচটা ঠিক করে দিয়েছিল। এবারের ম্যাচের আগে শাহীনের ইনজুরি তাদের জন্য বড় ধাক্কা।’
তিনি আরও বলেন, ‘আমি প্রায়ই ভাবি শাহিন আইপিএল খেললে কতটা রোমাঞ্চকর হতো। দেখা যেতো, লম্বা বাঁহাতি পেসার নতুন বলে ম্যাচের গতি ঠিক করে দিচ্ছে এবং ডেথে ইয়র্কার করছে! আইপিএল নিলামে উঠলে সে হয়তো ১৪-১৫ কোটি রুপি পেয়ে যেতো।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন