শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আইপিএলে লজ্জার রেকর্ড এখন রোহিতের কাঁধে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ২:৫২ পিএম

জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করলেও এবার আইপিএলে ধারাবাহিক ব্যর্থ রোহিত শর্মা। গত রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই হারের মধ্য দিয়েদলটি গড়ে ফেলেছে লজ্জার এক রেকর্ড। মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে খেলতে নেমে সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান রোহিত। তাতেই আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা চলে যায় তার দখলে।

আইপিএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন রোহিত। প্রথম সাত ম্যাচে পঞ্চাশের দেখা পাননি একটিও। করেছেন যথাক্রমে ৪১, ১০, ৩, ৩৬, ২৮, ৬ ও ০ রান করেছেন। সব মিলিয়ে রান মাত্র ১১৪। গড়টা মাত্র ১৬.২৮!

বাঁহাতি বোলারদের বিপক্ষে দুর্বলতাটা এখন চোখে পড়ছে বাজেভাবে। গতকালও উইকেটটা হারিয়েছেন বাঁহাতি বোলারের কাছেই। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ১৪ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন রোহিত। আগে এই কীর্তি ছিল হরভজন সিং, পার্থিব পাটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলার দখলে। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

তার দলও গড়েছে রেকর্ড। চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে হেরেছে সবকটিতে। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এমন বাজে সূচনা হয়নি আর কোনো দলেরই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন