শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:০০ এএম

জনদুর্ভোগ কমাতে চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। করোনাকালে বিরূপ পরিস্থিতি সীমাবদ্ধতা ও আর্থিক সঙ্কটের মধ্যেও কর্পোরেশনের কোন কর্মপরিকল্পনাই থেমে থাকছে না বলেও জানান তিনি।
তিনি গতকাল শনিবার পোর্ট কানেকটিং রোডের উন্নয়ন কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। মেয়র বলেন, সড়কের উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে হবে। তবে কাজের মানও ঠিক রাখতে হবে। পরে মেয়র নগরীর বড়পুলে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন