চিত্রনায়ক নিরব মাঝে-মধ্যে মিউজিক ভিডিওর মডেল হন। সর্বশেষ মডেল হয়েছিলেন আট বছর আগে। এরপর তাকে আর কোনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি। দীর্ঘ বিরতীর পর নিরব মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ‘হৃদয়ে তোমার ঠিকানা’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এ সপ্তাহে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন তামান্না প্রমি ও পাপন। নিরবের সঙ্গে ভিডিওতে জুটি বেঁধেছেন প্রমি নিজেই। পরিচালনা করছেন শাহরিয়ার পলক। নিরব বলেন, অনেকদিন পর অন্যরকম একটা কাজ করছি। পলকের কাজ আমার বেশ পছন্দের। গানের কথার সঙ্গে সুন্দর করে গল্প বলতে পারে সে। এ কারণে মিউজিক ভিডিওটি করেছি। খুব শিগগিরই গানটি ইউটিউবে অবমুক্ত করা হবে। এদিকে নিরব অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন