রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

দীর্ঘ সাত মাস পর টিভি নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা মৌসুমী। নাটকটির নাম ‘ভক্ত’। মির্জা রাকিব রচিত এটি পরিচালনা করছেন তারেক শিকদার। সম্প্রতি নাটকটির শূটিং কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে সম্পন্ন হয়েছে। এ নাটকের মাধ্যমে মৌসুমী দীর্ঘ বিরতীর পর শুটিংয়ে ফিরেছেন। মৌসুমী বলেন, দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে। এ সময়ে কাজের অনেক প্রস্তাব পেলেও করোনার কারণে করা হয়নি। ইতোমধ্যে অনেকেই কাজ শুরু করেছেন। আর কতদিন তারা ঘরবন্দী হয়ে থাকবেন! কাজ তো করতেই হবে। ফলে আমিও কাজে ফিরেছি। মৌসুমী বলেন, এর মধ্যে অনেকেই নতুন কাজের প্রস্তাব দিলেও ফিরিয়ে দিয়েছিলাম। কারণ করোনার এই সময়ে মনের মধ্যে সব সময়ই একটা আতঙ্ক কাজ করছিল। এখনও ভয় কমেনি। আর ভালো গল্প ছাড়া কাজ করতেও ইচ্ছে করছিল না। তাই অনেকদিন কাজ থেকে দূরে ছিলাম। বলতে গেলে অনেকদিন পর পছন্দের একটি গল্প পেয়েছি। আর নাটকে এমনিতেই অনেকদিন কাজ করিনি। তাই করোনার ভয়ের মধ্যেই সাহস করে কাজটি করেছি। আর সত্যি বলতে কি, আমার ভক্তদের জন্যই কাজে ফেরা। আর নাটকটির গল্পও ভক্তদের নিয়ে। তারকাদের জন্য ভক্তরা নানা ধরনের উদ্ভট কাÐ ঘটিয়ে ফেলে। এমন একজন ভক্ত ও তারকাকে নিয়ে নাটকটির গল্প। মৌসুমী বলেন, ক্যামেরা থেকে অনেকদিন দূরে ছিলাম। তাই ক্যামেরাকে খুব মিস করছিলাম। নাটকটির পরিচালক তারেক শিকদার বলেন, মৌসুমী একজন তারকার চরিত্রে এবং তার ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান। বড় পর্দার নায়িকা হিসেবেই দর্শকরা নাটকটিতে মৌসুমীকে দেখতে পাবেন। এদিকে মৌসুমী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র অর্জন ৭১-এর শুটিংয়ে মৌসুমী সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়ান। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের কাহিনীতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হয়েছে। পুরো চলচ্চিত্রের গল্প একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন