রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বর্তমান সবরকারের বিকল্প নেই

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৮:৩৫ পিএম

২১ বছর পর নতুন ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে স্থায়ী ঠিকানা পেল দিরাই পৌরসভা। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত দিরাই পৌরসভার ভবন উদ্বোধন করেন।

দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্লাহ, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান তালুকদার, পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সহ-সভাপতি সিরাজুদ্দৌলা, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ রায় ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, দিরাই পৌরসভার ভিত্তিপ্রস্তর করেছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ। এই পৌরসভার উন্নয়নে ব্যাপক ভ‚মিকা ছিল সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তের। তারা আজ নেই, আমরা তার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা আরও বলেন, এই ভবনটি নির্মাণে অনেকেই নিজের জায়গা দিয়েছেন বিনামূল্যে, অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবার কাছেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভাপতির বক্তব্যে মেয়র মো. মোশররফ মিয়া বলেন, আজ ব্যথিত, আমার নেতা সুরঞ্জিত সেনগুপ্তের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পৌর ভবন নির্মাণ করতে পেরেছি। আজকের এই আনন্দঘন দিনে তিনি আমাদের মাঝে নেই বলেই আমার খারাপ লাগছে। তিনি আরও বলেন, পৌরসভা ভবনের জন্য মোট ১১ জন তাদের মূল্যবান ২৮ শতাংশ জমি দিয়েছেন বিনামূল্যে। আর ২৪ শতাংশ জায়গা সাবেক মেয়র মো. আজিজুর রহমান বুলবুল পৌরসভার ফান্ড থেকে ক্রয় করেছেন।
প্রধান অতিথি ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় ও এলাকাবাসীর সমর্থন নিয়ে দিরাই-শাল্লার উন্নয়নের কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নের স্বার্থে আগামিতেও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করুন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন