শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পাঁচ বছর পর গান নিয়ে ফিরেছেন মিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রায় পাঁচ বছর পর নতুন গান নিয়ে সঙ্গীতে ফিরছেন পপ তারকা মিলা ইসলাম। তার নতুন গানের শিরোনাম ‘অইস্যালা’। গানটি প্রকাশিত হয়েছে জি-সিরিজের ব্যানারে। গানটির কম্পোজিশন করেছেন মিলা নিজেই। রিঅ্যারেঞ্জমেন্ট করেছেন নাভেদ পারভেজ। গানের কথা লিখেছেন সুস্মিতা, উপল, মিলা ও তার টিম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম র‌্যাফ। ভিডিওতে মিলাও পারফর্ম করেছেন। মিলা সর্বশেষ ২০১৫ সালে ‘নাচো’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন। পাঁচ বছর পর গান প্রকাশ প্রসঙ্গে মিলা বলেন, আমি নিজেও বেশকিছু গান তৈরি করেছি এরমধ্যে। তবে প্রকাশ করবো করবো করে আর করা হয়নি। এরমধ্যে করোনা মহামারি সব এলোমেলো করে দিয়েছে। আমার ভক্তরাও বার বার নতুন গানের কথা জিজ্ঞেস করেন। করোনার এই সময়ে একটা বিষয় উপলব্ধি করেছি যে, এমন একটা গান করা দরকার, যা মানুষকে শত হতাশার মধ্যেও আনন্দ উদ্যাপন করতে অনুপ্রাণিত করবে। এই গানটি তেমনই একটি গান। আমার বিশ্বাস, শ্রোতাদের মনে কিছুটা হলেও আনন্দের দোলা দেবে গানটি। এদিকে ‘আইস্যালা’ গানের প্রচারণার জন্য মিলা নিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। তিনি একসঙ্গে হাজির করছেন দেশের জনপ্রিয় সব ডিজেকে। সবাইকে নিয়ে একটি ফেসবুক লাইভ করবেন মিলা। যেখানে তার সঙ্গে যুক্ত হবেন ডিজে রাহাত, ডিজে সনিকা, ডিজে একেএস, ডিজে জুডো, ডিজে তন্ময় এবং দেশ ও বিদেশের আরো অনেক ডিজে। তারা প্রত্যেকে নিজ নিজ স্টাইলে গানটির মিক্সিং করে শোনাবেন। আগামীকাল বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে এই আয়োজন করা হবে বলে জানান মিলা। এরইমধ্যে এই প্রত্যেক ডিজেই তাদের থার্টি ফার্স্টের শোতে মিলার এ গানটি নিজেদের রি-কম্পোজিশনে বাজানোর প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি মিলাকে তারা ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছাও জানাচ্ছেন। মিলা বলেন, এই প্রথম আমি একটি ক্লাব ড্যান্স ঘরানার গান করেছি। বাংলাদেশের সব ডিজের জন্য এটা আমার উপহার। এটি একটি কপিরাইটমুক্ত গান। সবাই যার যার মতো করে গাইতে পারবেন এ গান। তাছাড়া গানটি নিয়ে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হবে জানুয়ারির মাঝামাঝি। সেখানে নতুন ডিজেরা নিজেদের প্রকাশের সুযোগ পাবেন এ গানটির মাধ্যমে। ডিজেরা নতুন বছরের পার্টিতে এই গান বাজাতে পারেন। আর আমার ভক্ত-শ্রোতারাও বাসায় বসে গানটি উপভোগ করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন