বেঁধে দেওয়া সাত দিনের মধ্যে দাবি-দাওয়া মেনে না নিলে বাসা-বাড়ির ময়লা সংগ্রহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বর্জ্য সংগ্রহকারীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারর্সের (পিডবিøউসিএসপি) সভাপতি নাহিদ আক্তার লাকী এ হুমকি দেন। তিনি বলেন, দুই মেয়রের আচরণে হতবাক হয়েছি। বহুবার মেয়রকে চিঠি দিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেননি। আমাদের কোনো কথাও শুনতে রাজি হননি। তারা চান এই ময়লা সংগ্রহের সেবামূলক কাজকে টেন্ডারের মাধ্যমে ব্যবসায় পরিণত করে কাউন্সিলরদের হাতে তুলে দিতে। টেন্ডারের প্রাথমিক কাগজপত্র দেখেছি।
পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে টিন সার্টিফিকেট, ভ্যাট ও ট্যাক্স পরিশোধনের কাগজ, ব্যাংক সলভেন্সি ও ব্যাংকে জামানতের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র চাওয়া হয়েছে। তাদের যদি এসব কাগজপত্র থাকতো তাহলে তো তারা এই ময়লা সংগ্রহের কাজ করতো না।
বর্জ্য সংগ্রহকারীদের দাবিগুলো হচ্ছে- দরপত্রের মাধ্যমে বর্জ্য সংগ্রহকারী নিয়োগের সিদ্ধান্ত বাতিল, বর্তমানে এ কাজে নিয়োজিত বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের অনুমতি নবায়ন এবং বর্জ্য সংগ্রহের কাজ নবায়নের ক্ষেত্রে পিডবিøউসিএসপি থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র পুনরায় চালু করা।
এসব দাবি আগামী সাত দিনের মধ্যে মেনে না নিলে বর্জ্য সংগ্রহ বন্ধ করে দিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এসময় শত শত পরিছন্নকর্মী উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন