সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জেনে নিন, যে ছয় ভেন্যুতে এবারের আইপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৫৬ পিএম

চলতি বছরে একাধিক জায়গায় আগামী আইপিএল আয়োজনের ভাবনা চিন্তা শুরু করেছিল বিসিসিআই। এবার টুর্নামেন্টের জন্য মোট ছয়টি শহরকে বাছাই করা হয়েছে। অর্থাৎ এই ছয় শহরের বাইরে আইপিএল হওয়ার সম্ভাবনা নেই।

গত বছর করোনা সংক্রমণের জন্য প্রথমে আইপিএল পিছিয়ে গিয়েছিল। পরে সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষা বলয়ের ভেতরে হয়েছিল এই টুর্নামেন্ট। করোনার প্রকোপ কিছুটা কমে আসায় এবং টিকা দান কর্মসূচি চালু হয়ে যাওয়ায় ঠিক হয়, দেশের মাটিতেই হবে আইপিএলের ১৪তম আসর।

মুম্বাই ও পুনের পাশাপাশি নক আউটের জন্য আহমেদাবাদের মোতেরাকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণের কারণে বিকল্প চিন্তা ভাবনা শুরু করতে বাধ্য হয় বিসিসিআই। পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের নাম উঠে আসে টুর্নামেন্টের ভেন্যু হিসেবে।

তবে এবার জানা গেল, মোট ছয়টি শহর রয়েছে বোর্ডের পছন্দের তালিকায়। বাছাই করা শহরগুলি হল মুম্বাই, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ, দিল্লি ও বেঙ্গালুরু। এই শহরগুলোতেই ঘুরিয়ে ফিরিয়ে হবে ম্যাচের আয়োজন। তবে মুম্বাইয়ের ম্যাচের ক্ষেত্রে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকতে পারে।

অন্যান্য ভেন্যুতে ৫০ শতাংশ সমর্থককে গ্যালারিতে বসে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হতে পারে। তবে ছয়টি শহরে সফর করা নিয়ে বেশ দ্বন্দে রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। একটি দলের কর্মকর্তাদের কথায়, আগে দুই-তিনটি শহরের মধ্যেই টুর্নামেন্ট সীমাবদ্ধ থাকার পরিকল্পনা করা হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন