সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টেস্ট না খেলে আইপিএলে বাটলার আগে টাকা, পরে দেশ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

আইপিএল খেলার জন্য সাকিব আল হাসানদের মতো কেউ কেউ যখন কৌশলে টাকার প্রসঙ্গ এড়িয়ে যান, তখন জস বাটলার যেন ভিন্ন এক উদাহরণ। কোনো রাখঢাক না রেখে বলে দিয়েছেন, টাকা এখানে বড় ভ‚মিকা রাখে।
আগামী ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সময়টায় থাকবে আইপিএলের শেষ দিকের ম্যাচ। প্লে অফ রাউন্ডে ওঠা দলগুলোর মধ্যে যেসব ইংলিশ ক্রিকেটার থাকবেন তারা খেলতে পারবে না সে সিরিজ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে ক্রিকেটারদের ছাড় দিয়ে রেখেছে।
দেশ বাদ দিয়ে কেন আইপিএলে, এমন প্রশ্নের জবাবে বাটলার বলছেন, ‘আমরা তো বুঝি আইপিএলে কি সুবিধা পাওয়া যায়। বিশাল টুর্নামেন্ট এখানে টাকার ব্যাপারটা অনেক বড়।’
এছাড়া সাদা বলের ক্রিকেটে উন্নতির প্রসঙ্গও যোগ করেছেন তিনি, ‘আরও ইতিবাচক দিক আছে। ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আইপিএল খেলায় ইংল্যান্ড সাদা বলের উন্নতিতে উপকার পাচ্ছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট মিস করতে পারেন এটা মেনে নিয়ে বাটলার আরও স্পষ্ট করে টাকার কথাই ফের মনে করিয়ে দেন, ‘যে পরিমাণ টাকা আইপিএলে পাওয়া যায়, তা অনেকের জন্যই বিশাল লাভজনক। টাকার দিক থেকে এটাই সবচেয়ে বড় আসর।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন