শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমার ক্যারিয়ারে চরিত্রটি স্মরণীয় হয়ে থাকবে-তিশা

বিনোদন রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং এখন চলছে ভারতের মুম্বাইতে। বায়োপিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার বড় বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি তার চরিত্রের মুম্বাই অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। তিশা তার কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, প্রায় দুই মাস ধরে মুম্বাইতে বঙ্গবন্ধুর শুটিং করেছি। এতদিন যাদের সঙ্গে কাজ করেছি, তারা পরিবারের মতো হয়ে গিয়েছিল। তাদের ছেড়ে আসতে খারাপ লাগছে। মিস করবো তাদের। তবে একইসঙ্গে আমি অনেক আনন্দিত যে, বঙ্গমাতার চরিত্রে অভিনয় করতে পেরে। আমার ক্যারিয়ারে এটি স্মরণীয় হয়ে থাকবে। এদিকে বঙ্গবন্ধু বায়োপিকে শুটিংয়ের আগে দুটি সিনেমার কাজ সম্পন্ন করেছেন তিশা। একটি রক্তজবা অন্যটি ভালোবাসা প্রীতিলতা। দুইটি সিনেমাই ভিন্ন ঘরানার। নিয়ামুল মুক্তার পরিচালনায় রক্তজবা সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এর শুটিং হয়েছে জানুয়ারিতে। থ্রিলার ঘরানার এই সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। আর ভালোবাসা প্রীতিলতা সিনেমায় বৃটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নারী ও প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে অভিনয় করেছেন তিশা। দুটি সিনেমা নিয়েই বেশ আশাবাদী তিনি। তিশা জানান, বায়োপিকের কারণে নাটক, সিনেমায় শুটিং করেননি দীর্ঘদিন। এখন থেকে আবারো নিয়মিতভাবে কাজ শুরু করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন