চট্টগ্রামের রাউজানে সাইফুদ্দিন খান নামের এক ব্যবসায়ীর পায়ে গুলি করার অভিযোগে পৌরসভার কাউন্সিলর আলমগীর আলীকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে রাউজান থানায় মামলা করেন গুলিবিদ্ধ ব্যবসায়ীর ছোট ভাই আবদুল্লাহ আল মামুন। মামলায় কাউন্সিলর আলমগীর আলীর দুই ভাই রাশেদ আলী ও এরশাদ আলীসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা গুলিবিদ্ধ সাইফুদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার গুলিবিদ্ধ পায়ে অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে পরিবার। আলমগীর আলী রাউজান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আর গুলিবিদ্ধ সাইফুদ্দিন খান রাউজান পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুনের বড় ভাই।
এ বিষয়ে কাউন্সিলর আলমগীর আলীর বলেন, গোলাগুলির ঘটনা মিথ্যা। আমি কাউকে গুলি করিনি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, কাউন্সিলর আলমগীর আলীসহ অভিযুক্ত সব আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে স্থানিয়রা জানিয়েছেন কাউন্সিলর সবকিছু তার নিয়ন্ত্রনে রাখতে গিয়ে সবসময় ঝামেলায় জড়িয়ে পড়েন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন