সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনা যোদ্ধাদের জন্য খাদ্যের ব্যবস্থা করলেন সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১১:৪৫ এএম

করোনার লাগামছাড়া সংক্রমণের জেরে কারফিউ দিয়েছে মহারাষ্ট্র সরকার। আর এই ক্রাইসিসের সময়ে আবারো ত্রাতার ভূমিকায় হাজির হয়েছেন সালমান খান। মুম্বাইতে করোনা মোকাবিলায় দিনরাত এক করে কাজ করছে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও চিকিৎসকেরা। তাদের না আছে বাড়ি যাওয়ার উপায়, না আছে খাওয়ার সময়। তাই এই কঠিন সময়ে তাদের দুমুঠো খাবার তুলে দেওয়ার বন্দোবস্ত করেছেন সালমান খান।

মুম্বাইতে সম্মুখসমরে থাকা করোনা যোদ্ধাদের দৈনিক খাবারের জোগানের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন বলিউডের ভাইজান। জানা গেছে, যুবসেনা নেতা রাহুল কানালের সঙ্গে মিলিতভাবে এই গাড়ির মাধ্যমে করোনা যোদ্ধাদের হাতের কাছে খাবার পৌঁছে দেবেন ভাইজান। ওই খাবারের মধ্যে রয়েছে, চা, মিনারেল ওয়াটার, বিস্কুটের প্যাকেট, স্ন্যাক, উপমা, বড়া পাও কিংবা পাওভাজি কিংবা পোহা। করোনা যোদ্ধাদের খাবার পৌঁছে দেওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যাতে প্রত্যেকেই ফোন করে নিজের এলাকায় খাবার চাইতে পারে।

এই বিষয়ে যুবসেনা নেতা রাহুল কানাল জানিয়েছেন, 'সালমান তার মনের কথা আমাকে জানান। করোনা পরিস্থিতিতে পুলিশ, বিএমসির কর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের খাবারের জোগানের জন্য আমার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। কারণ এই জনতা কারফিউতে দোকানপাট বন্ধ। মাত্র চার ঘণ্টার জন্য কিছু কিছু দোকান খোলা রয়েছে। তাই সালমান জানান, করোনা যোদ্ধাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবেন তিনি। আর কথামতো আজকেই তার কোম্পানির গাড়ি রাস্তায় নামিয়ে দিয়েছেন।' 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন