শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষা ছেড়ে কর্মস্থল পেলেন ৪৩ ভিক্ষুক

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ৬:১৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষা ছেড়ে কর্মস্থল পেলেন ৪৩ ভিক্ষুক। আগামীকাল রবিবার থেকে তারা কর্মস্থলে যোগদান করে প্যাকেটিং উৎপাদনের কাজ করবেন। আজ শনিবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৪৩জন ভিক্ষুকের হাতে তাদের নিয়োগপত্র তুলে দেন এবং ফিতা কেটে অবলম্বন নামে এ প্রোডাকশন কারখানার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও ৪৩ জন সফলভোগী উপস্থিত ছিলেন। এর আগে এলাকা থেকে ভিক্ষুক মুক্ত করতে কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সরকারি অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যয়ে এ প্যাকেজিং প্রোডাকশন কারখানার নির্মাণ কাজ করেন উপজেলা নির্বাহী অফিসার ।

এলাকার ভিক্ষুকরা এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে এ প্যাকেজিং কারখানায় চাকুরী করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন