বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ১শ’২৬, মৃত ২

বিধি নিষেধ না মানায় ১৯ মামলা

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৮:০৪ পিএম

৭ জুলাই গোপালগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১শ’২৬ জন । এছাড়া মৃত্যুবরণ করেছেন ২ জন। পরিস্থিতি মোকাবেলায় লকডাউন পালনে মোবাইল কোর্ট, জরিমানা সহ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

গোপালগঞ্জে কঠোর লকডাউনের ৭ম দিনে ২শ’ ১৩ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার পর ১শ’২৬ জন করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেন গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্য সেবা কেন্দ্রে দ্বায়িত্বরত ডাক্তার এস এম সাকিবুর রহমান।

ডাক্তার সাকিব আরো জানান, গোপালগঞ্জ সদর হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় মিরাজ শেখ নামের এক রোগী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মারা যায়। মৃত মিরাজ শেখের বাড়ি পার্শ্ববর্তী নড়াইল জেলার নড়াগাতি এলাকায়। এছাড়া করোনায় আক্রান্ত টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া গ্রামের কেরামত মিয়া নামের আরও এক ব্যক্তি বুধবার সকালে মারা যায়। গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৬২ জন। এখন পর্যন্ত হাসপাতালে আইসিইউ সহ করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছে ৪১ জন।

অন্যদিকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির বিস্তার রোধে গোপালগঞ্জে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় সোচ্চার রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেলায় ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় বিধি নিষেধ অমান্যকারীদের নামে ১৯টি মামলা সহ ১১হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন