‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড হিরো’ ছবি মুক্তির আগে সালমানভক্তদের উত্তেজনার পারদ চড়েছিল। কিন্তু ঈদে মুক্তি পাওয়ার পর শুধু সমালোচনাই জুটেছে ছবিটির কপালে। দর্শকদের মন ভরাতে ব্যর্থ হয়েছেন ‘ভাইজান’ সালমান খান। তা সত্ত্বেও প্রথম বলিউড সিনেমা হিসেবে অনন্য নজির গড়তে চলেছে ‘রাধে’।
করোনার কোপে বন্ধ দেশের সিনেমা হলগুলি। ফলে ডিজিটাল প্ল্যাটফর্মেই গত ১৩ মে মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি। টাকার বিনিময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করেই দেখে নেয়া যাচ্ছে ছবিটি। আবার এয়ারটেল গ্রাহকরা টিভিতেও ছবিটি উপভোগ করতে পারছেন। এবার অ্যাপেল টিভিতেও দেখা যাবে ছবিটি। মোট ৬৫টি দেশে বসেই সিনেমাটি উপভোগ করা যাবে। বেলজিয়াম, ডেনমার্ক, কানাডা, ফিজি, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মরিশাসসহ বিভিন্ন দেশের দর্শকরা বলিউড সুপারস্টারের অ্যাকশনে ভরা ছবিটি দেখে নিতে পারবেন অ্যাপেল টিভিতে। এর আগে কোনও বলিউড ছবি অ্যাপেল টিভিতে লাইভ দেখা যায়নি।
দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে সালমানের ‘রাধে’। এক সপ্তাহ পেরিয়ে গেলেও ছবি থেকে আয় তেমন নজরকাড়া নয়। সিনেমা হলে মুক্তি না পাওয়ার পাশাপাশি পাইরেসিও এর অন্যতম কারণ। সম্প্রতি যে কারণে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুমকিও দিয়েছিলেন সালমান। সতর্ক করেছিলেন, অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ছবিটি দেখলে বিপদে পড়তে হতে পারে। পাইরেসির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এর মধ্যে তাই আয় বাড়াতে একাধিক পন্থা অবলম্বন করছে ছবিটি। শোনা যাচ্ছে, অ্যাপেল টিভির মতো আরও কিছু ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। যাতে একশোরও বেশি দেশ তা দেখতে পায়।
কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, যে ছবি সলমনের ভক্তদেরই মনে ধরেনি, তা নানা প্ল্যাটফর্মে মুক্তি পেলে কি সাফল্যের মুখ দেখবে? জিফাইফ-এ রেকর্ড সংখ্যক দর্শক ছবিটি দেখে ফেললেও ছবি থেকে আয় কিন্তু এখনও পর্যন্ত ‘সালমানোচিত’ নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন