শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজার ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ঝুঁকি মুক্ত, ৩ নং সংকেত বহাল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ২:৫০ পিএম

‘ইয়াস’ ঘূর্ণিঝড় এর ঝুঁকি থেকে কক্সবাজার মুক্ত বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস। সহকারি আবহাওয়াবিদ মোঃ আবদুর রহমান বলেন কক্সবাজার ঝুঁকিমুক্ত। তবে ৩ নং সতর্ক সংকেত বহাল রয়েছে।

তিনি বলেন, কক্সবাজারে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৬ ফুট পর্যন্ত বাড়তে পারে। এর প্রভাবে সাগর এখন খুবই উত্তাল।

আবহাওয়াবিদ মোঃ আবদুর রহমান জানান, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে ভারতের উপকূলে আছড়ে পড়েছে।

বুধবার (২৬ মে) সকাল ১০টা থেকে ১১টা নাগাদ ঝড়টি ভারতের উড়িষ্যায় আছড়ে পড়ে। এছাড়া ১২টা নাগদ ধামারা বন্দর ও পশ্চিমবঙ্গের দিঘা অতিক্রম করতে শুরু করে ঝড়টি। ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১২০ থেকে বেড়ে এখন ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন