মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহে ব্যাংকের বিকল্প উৎস বন্ড মার্কেট শক্তিশালী একটি খাত - সালমান এফ রহমান

প্রাণ’র সফলতা বন্ড মার্কেটের জন্য মাইলফলক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৩:২৫ পিএম

উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহে ও বেসরকারি খাতে অর্থসংস্থানের বিকল্প উৎস হিসেবে বন্ড মার্কেট অত্যন্ত সম্ভবনাময় খাত। প্রাণ এগ্রো লিমিটেডের বন্ডের মাধ্যমে অর্থসংস্থানের এ সফলতা বন্ড মার্কেটের জন্য একটি মাইলফলক। এক্ষেত্রে প্রাণ এর দেখানো পথে আগামীতে বেসরকারি খাতের আরও অনেক প্রতিষ্ঠান বন্ড মার্কেটে আসতে উৎসাহ পাবে।

সোমবার (১৪ জুন) ভার্চুয়াল মাধ্যমে দেশে প্রথম আন্তর্জাতিক গ্যারান্টেড বন্ডের মাধ্যমে প্রাণ গ্রুপের অর্থ সংগ্রহের উদযাপন অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

সম্প্রতি প্রাণ এগ্রো লিমিটেড বন্ডের মাধ্যমে ২১০ কোটি টাকার (২৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান) অরূপান্তরযোগ্য ও রিডেমবল বন্ড এর লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। এটি প্রথম ব্লেন্ডেড ফাইন্যান্স স্ট্রাকচারড বন্ড এবং আন্তজার্তিক গ্যারান্টেড প্রথম বাংলাদেশী বন্ড। এ বন্ডে বিনিয়োগ করেছে একটি আন্তজার্তিক বীমা কোম্পানি এবং প্রাইভেট প্লেসমেন্টের আওতায় প্রথম ডিজিটাইড বন্ড। বন্ডের অর্থ কৃষির সাপ্লাই চেইন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রাণ এগ্রো লিমিটেডের কর্মকান্ড সম্প্রসারণে ব্যবহার করা হবে। প্রাণ এগ্রো’র পক্ষ থেকে এই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ায় ভার্চুয়াল মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহে ব্যাংকের বাইরে বিকল্প উৎস হিসেবে বন্ড মার্কেট অত্যন্ত শক্তিশালী একটি খাত। বন্ড মার্কেটে আন্তর্জাতিক গ্যারান্টার ও অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান আসলে এ মার্কেট শক্তিশালী হবে। অন্যরাও বন্ড মার্কেটে আসতে উৎসাহ পাবে। প্রাণকে ধন্যবাদ কেননা এ বন্ডের মাধ্যমে বিকল্প অর্থসংস্থানের নতুন দিগন্ত শুরু হলো।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বন্ড মাকের্টের উন্নয়ন প্রয়োজন। এ মার্কেট বড় হলে আমাদের বিনিয়োগকারীরা আরও আগ্রহী হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাণ এগ্রোর বন্ড ইস্যু অন্যদের জন্য অনুপ্রেরণামূলক। এটি দেশীয় প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহে উৎসাহ দেবে। বিডা সবসময় দেশে ‘ডুয়িং বিজনেস’ সহজ করার জন্য কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, প্রাণ এর এই বন্ড অনুমোদন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি, অন্যরা প্রাণকে অনুসরণ করবে। আমরা বিভিন্ন ধরনের বন্ড এনেছি এবং বন্ড মার্কেটকে সামনে এগিয়ে নিতে কাজ করছি। এসময় তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যারন্টকো’কে বন্ড মার্কেটে আরও কাজ করার আহবান জানান।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, বন্ড মার্কেট দেশে এখনও সেভাবে গড়ে উঠতে পারেনি। তবে, আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটি নিয়ে কাজ করছে। আমি আশা করি বন্ড মার্কেট বাংলাদেশে অনেক দূর এগিয়ে যাবে এবং কোম্পানিগুলো এখান থেকে প্রয়োজনীয় অর্থের যোগান পাবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আহমেদ জামাল, গ্যারান্টকোর অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা ইমিলি বুশবি, গ্যারান্টকোর এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক নিশাত কুমার, মেটলাইফ বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার আলা উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফ্যাইনান্স) উজমা চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন