শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

আমাদের বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অনন্য অবস্থানে আছে - শাবি ভিসি

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৫:০৬ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অনন্য এক অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সে অবস্থান তৈরির জায়গাটা আরো সুদৃঢ় করতে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন বলে মনে করেন তিনি।

বুধবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত 'Training on good governance: Official and Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এছাড়াও অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং হিসাব পরিচালক জনাব আ ন ম জয়নাল আবেদীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন