উপন্যাসিক, শিশুতোষ সাহিত্যিক, জ্ঞানতাপস কবি সালেহা হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ব্যাক্তিগত জীবনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক শাহ্ মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এই শিক্ষাবিদ ২০০৯ সালের ৭ জুলাই গুলশানের বাসভবনে ইন্তেকাল করলে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বহু গ্রন্থের প্রণেতা এই লেখিকার মৃত্যু বার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতি বিবেচনায় বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে না । তার পরিবার ও আত্মীয় স্বজন নিজ নিজ স্থানে দোয়ায় সামিল হবেন। মরহুমার স্বামী শাহ মোয়াজ্জেম হোসেন এই মহীয়সী নারী রুহের মাগফিরাতের কামনা ও পরিবারের পক্ষ থেকে দেশবাসী সকালের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন