হোমফ্রন্ট
আজ যে গেমটি নিয়ে আলোচনা করা হবে সেটি একটি বেশ উপভোগ্য কাহিনীনির্ভর সায়েন্স ফিকশন ফাস্ট পারসন শূটিং গেম। গেমের পটভূমি হচ্ছে অদূর ভবিষ্যতের অর্থাৎ ২০২৭ সালের আমেরিকার সীমান্ত এলাকা, যেখানে দেখানো হয়েছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হয়ে কোরিয়ান সৈন্যবাহিনী আমেরিকার মিসিসিপি নদী তীরবর্তী এলাকায় অবস্থিত সবগুলো স্টেট দখল করে নিয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে গেমে প্রথমে কোরিয়ার বদলে চীনকে শত্রুপক্ষ বানানো হয়েছিল, কিন্তু গেমের এই কাহিনীর ফলে বাস্তবেই আমেরিকার সাথে চীনের বাণিজ্যিক সম্পকের্র অবনতি হতে পারে, সেই আশঙ্কায় পরে উত্তর কোরিয়াকে শত্রুপক্ষ করা হয়েছে। গেমটি খেলার জন্য দরকার
ইন্টেল কোর টু ডুয়ো ৩.০ গিগাহার্টজ বা এএমডি অথলন ৬৪ এক্স২ ৩৬০০+ সমমানের প্রসেসর,
১ গিগাবাইট র্যােম, ৫১২ মেগাবাইট ভিডিও মেমরিসহ গ্রাফিক্সকার্ড ও হার্ডডিস্কে প্রায় ৮ গিগাবাইট পরিমাণ ফাঁকা স্থান। গেমটি পিসির জন্য ডেভেলপ করেছে ডিজিটাল এক্সট্রিমস
কনসোলের জন্য ডেভেলপ করেছে কাওস স্টুডিওস।
গেমটি পাবলিশ করেছে টিএইচকিউ।
গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে নামকরা গেম ইঞ্জিন আনরিয়েল।
গেমের কাহিনী লিখেছেন আমেরিকার বিখ্যাত স্ক্রিনরাইটার, প্রডিউসার ও ডিরেক্টর মিস্টার জন ফ্রেডরিক মিলিয়াস।
ষ শিবলু
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন