শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

উপস্থাপনায় স্বাচ্ছন্দবোধ করেন নাজমী জান্নাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৬ এএম | আপডেট : ১০:৪৩ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর উত্তরা ইউনিভারসিটিতে ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষিকা নাজমী জান্নাত। তিনি শিক্ষকতার পাশাপাশি মডেলিং, উপস্থাপনা ও ফ্যাশন ডিজাইনার হিসাবে নিয়মিত কাজ করছিলেন। কিন্তু করোনার কারণে গত দেড় বছর কাজ থেকে দূরে ছিলেন তিনি। তবে ঘরবন্দী সময়ে উপস্থাপনা ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। দেড় বছরের বিরতি শেষে আবারও কাজে ফিরছেন তিনি। চলতি মাসেই ফটোশুট ও উপস্থাপনা দিয়ে কাজে ফিরছেন নাজমী জান্নাত।

জানা গেছে, তিনি ঘরবন্দী সময় বিভিন্ন ব্যান্ডের প্রমোশন করেছেন। ব্যান্ডগুলোর মধ্যে সব মোবাইল কোম্পানি সহ বিভিন্ন পণ্যের প্রমোশন করেছেন। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়াও ফেলেছে।

এ প্রসঙ্গে নাজমী জান্নাত বলেন, ‘করোনার কারণে সব শো-গুলো বন্ধ হয়ে যায়। ঘরবন্দী সময়টি সামাজিক কাজে লিপ্ত ছিলাম৷ নতুন স্বাভাবিক অবস্থায় ফের সব টিভি চ্যানেলের শো শুরু হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু কাজ নিয়ে কথা হয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই কাজে ফিরছি। আমার উপস্থাপনা করতে অনেক ভালো লাগে। উপস্থাপনা খুব উপভোগ করি। তবে মডেলিং, ডিজাইনিং ও শিক্ষিকতা করতেও স্বাচ্ছন্দ্যবোধ করি।’

নাজমী জান্নাতের ভক্তরা তাকে অভিনয়ে দেখতে চান। ভক্তদের মন রক্ষার্থে অভিনয়ের কথা ভাবছেন তিনি। নাজমী জান্নাত বলেন, ‘শুরু থেকেই কাকতালীয়ভাবে আমার অনুসারী সংখ্যা বেড়ে যায়। যখন দেখলাম একজন সাধারণ মানুষ জানা সত্ত্বেও মানুষ আমাকে খুব পছন্দ করে তখন নিজেকে সামাজিক মাধ্যমে সরব রাখি। প্রতিনিয়ত অনুসারীরা চাচ্ছেন আমি যেন অভিনয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘মিডিয়ার শুরু থেকেই নাটক-সিনেমায় কাজের প্রস্তাব পাচ্ছি। তবে কখনও আগ্রহ দেখায়নি। তবে ভক্তদের কথা চিন্তা করে এখন অভিনয়ের কথা ভাবছি। ভালো গল্প ও চরিত্র পেলে নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ যে মাধ্যমই হোক না কেন কাজ করতে পারি।’

উল্লেখ্য, এনটিভি, চ্যানেল আই, এশিয়ান টিভি, আরটিভি, এটিএন বাংলা, গাজী টিভি, একুশে টিভি সহ প্রায় সবগুলো চ্যানেলে উপস্থাপনা করেছেন তিনি। টিভি অনুষ্ঠানের বাইরে উপস্থাপনা করেছেন মিস ওয়ার্ল্ড, মিসেস ইউনিভার্স, জয় বাংলা কনসার্ট, ফুটবল টুর্নামেন্ট সহ নানান অনুষ্ঠান। এছাড়াও কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে। তার মধ্যে অন্যতম দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা। এ সিনেমায় তার কাজ বেশ প্রশংসিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন