বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটের ২৩টি বেসরকারী স্কুল-কলেজে বিশেষ বরাদ্দ দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১১:০৫ এএম

সিলেটের চারটি জেলায় ২৩টি স্কুল-কলেজকে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তবে সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বাছাই হবে এসব স্কুল ও কলেজ। প্রতিটি প্রতিষ্ঠানকে প্রদান করা হবে ৬০ হাজার টাকা হারে। এ হিসেবে সিলেটের ২৩টি বেসরকারি স্কুল-কলেজ বরাদ্দ পাচ্ছে মোট ১৩ লাখ ৮০ হাজার টাকা। মূলত গবেষণা সরঞ্জামাদি কিনতে এ টাকা দেবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তথ্য মতে, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে ৬টি করে এবং মৌলভীবাজার জেলা থেকে বাছাই করা হবে ৫টি স্কুল-কলেজ। প্রতিষ্ঠানগুলো বাছাই করতে প্রতিটি জেলার জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠাবেন জেলা প্রশাসকগণ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গবেষণা সরঞ্জামাদি খাতে সারাদেশে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে। প্রতিটি প্রতিষ্ঠানকে প্রদান করা হবে ৬০ হাজার টাকা হারে। এখাতে বরাদ্দের সর্বমোট ব্যয় দুই কোটি সাত লাখ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন