প্রায় ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস, মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. মহিদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সংস্থার সহকারি পরিচালক মো. আতাউর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, নোটিশ জারির প্রেক্ষিতে তিতাস গ্যাস কর্মকর্তা মো: মহিদুর রহমান সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি রাজধানীর খিলগাঁও মৌজায় টিনসেড স্থাপনাসহ ২ দশমিক ৫ কাঠা জমি, খিলগাঁও থানার শহর খিলগাঁও মৌজায় ২ দশমিক ৬ কাঠা জমি, বাড্ডা থানার কাঠালদিয়া মৌজায় শূন্য দশমিক ৮০ কাঠা জমি ও টাঙ্গাইলের নাগরপুর থানার বাগকাটারী মৌজায় ৮৯ শতাংশ জমি, টাকা,স্বর্ণালংকারসহ ৮২ লাখ ৩৪ হাজার ৮৪৫ টাকার সম্পদের কথা তুলে ধরেন। কিন্তু অনুসন্ধানে তিতাসের এ কর্মকর্তার ৪৭ লাখ ৬৩ হাজার ৮৪৫ টাকার বৈধ সম্পদের সন্ধান পায় দুদক।
এদিকে তিতাস গ্যাসে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে গত দুই মাসে বিভিন্ন শাখার অন্তত: এক ডজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন