দ্বিতীয় ধাপে কুমিল্লার তিতাস উপজেলার ৯ ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্রে গতকাল মঙ্গলবার রাতে ভিটিকান্দি, নারান্দিয়া ও মজিদপুর ইউনিয়নে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী সাংবাদিক বাবুল আহমেদ অপর স্বতন্ত্র প্রার্থী মো . আবুল হোসেন মোল্লার নিজ গ্রামে নির্বাচনী প্রচারণা করতে গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা গাড়িতে হামলা করে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. বাবুল আহমেদ বলেন, আমি আমার লোকজন নিয়ে মানিক কান্দি গ্রামে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে রাস্তায় গাড়ি পার্কিং করে জনসংযোগ করতে গেলে আবুল হোসেন মোল্লাার লোকজন নির্বাচনী কাজে ব্যবহৃত করে আমার গাড়ি ভাঙচুর করে এবং ককটেল নিক্ষেপ করেন। স্বতন্ত্র পার্থী আবুল হোসেন মোল্লা বলেন, ঘটনার সময় আমার লোকজন আমার বাড়ির ভিতরে ছিল, তার প্রমাণ আমার সিসিটিভির ফুটেজ। তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা সুষ্ঠ তদন্ত করে বের করার জন্য।
অপর দিকে গত সোমবার গভীর রাতে নৌকায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশের দোকানী দুলাল বলেন, গত সোমবার গভীর রাতে রায়পুর আসমানিয়া সড়কের উত্তর দিক থেকে আসা একটি মটর সাইকেল দিয়ে ৩ জন এসে আগুন লাগিয়ে চলে যায়। তখন আমি আগুন নিবানোর চেষ্টা করি এবং যারা নৌকাটা এখানে সাজিয়ে রেখেছে তাদের খবর দেই, তাঁরা খবর শুনে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে তাঁরা বলে নৌকার প্রতিপক্ষ ছাড়া আর কে করবে? এ ঘটনায় প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালাউদ্দিনকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনটা রিসিভ করেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন