শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব তিতাসের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:২৮ পিএম

গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস। রাজধানীবাসীর রান্নার এক চুলা ২ হাজার এবং দুই চুলা ২ হাজার ১০০ টাকা করার পক্ষে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৩ মার্চ) সকালে গণশুনানিতে ১১৭ শতাংশ দর বৃদ্ধির সুপারিশ করে তিতাস। একই হারে বাড়তি দরের প্রস্তাব সিএনজি, কলকারখানাসহ অন্যান্য খাতের জন্যও।

শুনানির শুরুতে বিইআরসি চেয়ারম্যান বলেন, গ্যাসের দাম বাড়লে সব ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। তাই যৌক্তিকতা বিবেচনার আহবান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Nasir ২৩ মার্চ, ২০২২, ১:৪০ পিএম says : 0
তিতাসের সকল দূর্নীতিবাজ কর্মকর্তাদের বহিষ্কার করা রাষ্ট্রের সরকারের নৈতিক দায়িত্ব। তারা জনগণের বড় শত্রু। তাদেরকে প্রতিহত করতে হবে। ঐ সকল দূর্নীতিবাজদের কারণে রাষ্ট্রে অশান্তি বিরাজ করছে। যেভাবেই হোক তাদেরকে রুখে দেওয়া সরকারের দায়িত্ব।
Total Reply(0)
Nasir ২৩ মার্চ, ২০২২, ১:৩৬ পিএম says : 0
যারা প্রস্তাব দিয়েছে, তাদের কোন বাড়ী-ঘর নাই ? তারা কি দূর্নীতি করতে বসেছে ? তারা কি জনগণের শান্তি চায় না ? তারা কি জনগণের সেবক নয় ? যদি তারা জনগণের সেবক হয়ে শান্তি ও কল্যাণ চান, তাহলে তারা এ ধরণের অযৌক্তিক ও অনৈতিক প্রস্তাব থেকে বিরত বা ফিরে আসবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন