আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এইচআর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ সিনেমা। পরিচালক বলেন, সিনেমাটিতে একটি সরল ও সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। দর্শকরা সিনেমাটি গল্পের সিনেমা হিসেবেই নেবেন বলে মনে করি। আশা করি, তারা নিরাশ হবেন না। ১৯৪৭ সালের দেশ ভাগের করুণ অন্ত:ক্ষরণের ৬৮ বছরের বঞ্চনার যাপিতজীবনের আশার কাহিনী উঠে এসেছে ছিটমহলে। চারদিকে অন্যদেশ, মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবনযাপন তাদের। হঠাৎই ছিটমহল বিনিময়ের ঢামাঢোল বেজে ওঠে। মানুষগুলো পরে সিন্ধান্তহীনতায়। পরিবারের কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাক্সক্ষা নিয়ে, কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজন। এমন গল্প নিয়েই ছিটমহল নির্মিত হয়েছে। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালনায় ছিলেন এইচ আর হাবিব। শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যে। অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, মীরাক্কেলের খ্যাত সজল, ডন হক, শিমুল খান, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ। প্রযোজনা করেছেন কমন হোম এটাচার। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন