শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

সেই পুরনো সমস্যা

বইমেলা : ২০২২

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১০:৩৮ পিএম | আপডেট : ১০:৩৯ পিএম, ৬ মার্চ, ২০২২

কত সুন্দর বইগুলো দেখতে। অথচ অনেক ভুল রয়েছে ভেতরে। তারপরও পাঠক কিনছেন, কিনে সেগুলো পড়ে ঠকছেন। প্রতিবারই এ সমস্যা দেখা দেয় একুশে বই মেলায় বহু বইয়ে। এসব কাগজে মিডিয়ায়ও এবার এসেছে। প্রকাশকরাও এসব জানেন। কেন এমন ভুল হয়? কারণ, একটাই যতেœর অভাব। তাড়াহুড়ো। এ সমস্যা দ্রæত কাটানো উচিৎ বলে মন্তব্য করেন খান মামুন নামের এক পাঠক ও নাম না প্রকাশে অনুচ্ছুক কিছু প্রকাশক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন