মানুষ জন কম ছিল আজ
অন্যান্য শুক্রবারের তুলনায় আজ মেলায় তুলনামূলকভাবে লোকজন ছিল। বিক্রিও তাই। শুরুর দিলে জনসমাগম বেশি ছিল। প্রতিভা প্রকাশনীর মালিক কবি মইন মুরসালিন বলেন, বিক্রি কম। কারণ, করোনায় মানুষের হাতে টাকা নেই। বই কিনবে কেমন?
কপাল ভালো
যাদেরকে সট্ল মেলার মাঝখানে রয়েছে তাদের বিক্রি ভাল। অন্যদের কম।
উদ্যানের পুকুর পাড়ের পশ্চিমে বিক্রি কম। কিন্তু পুকুরের অন্য সাইডে বিক্রি মোটামুটি।
চোর তার কাজ করবেই
মেলা শেষে বের হওয়ার সময় দেখা গেলে একজনের পিছনে পুলিশ দৌড়াচ্ছ।কে যেন বলল, মোবাইল চোর। রসিক এক ভদ্রলোক এ সময় বলেন, চোর তার কাজ করবেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন