শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

মেলায় বেচাবিক্রি

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১০:০২ পিএম

দেহতরী মন মাঝি, মোহিত কামাল- মূল্য : ৩৫০

বিদ্যা পরকাশ বলে বিক্রি কম।

বিশ্বা সাহিত্য ভবন
তোফাজ্জল হোসেন বলেন,বংগ বন্ধু বাংলা দেশ- আতিউর রহমান
মূল্য: ৫০০ বেশি চলছে

এফ আনা মন, সাদত আল মাহমুদ,কাকলী প্রকাশন। মূল্য: ৩৫০।
বিক্রি ভালো।
বেইলী রোড( উপন্যা) শিবলী আজাদ। মূল্য ৪৫০।

অবসরে ইসরাফিল বলেন, মোটামুটি বিক্রি ভালো।
আগামী থেকে এবার এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ও রবীন্দ্র - বিতর্ক - মোহাম্মদ আবু সালেহ। মূল্য - ৩০০ টাকা

তানজিলা বলেন, বিক্রি মোটামুটি।ভালো জায়গায় স্টল পড়লে বিক্রি ভাল হত।
বিক্রি কম যে কারণে
পুকুরের পশ্চিম পাশে বিক্রি কম।অন্য পাশে ভালো।
পাঠক সমাবেশ বেশি বিক্রি হচ্ছে, মাওলানা রুমীর, দিয়ানে শামসে তাবরিযি- অনুবাদ : সৈয়দ রেজাউল করিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন