র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ২৬ মে বিকাল ৫ টায় কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন চরদামুকদিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এনআইডি জালিয়াতি চক্রের সদস্য আমিরুল ইসলাম (৩৫), পিতা-নুরুল হক, সাং-চরদামুকদিয়া, থানা-ভেড়ামারা, মোঃ রিপন হোসেন (৩১), পিতা-আব্দুল বারি, সাং-কৈপাল, থানা-দৌলতপুর, মোঃ রায়হান কবির (২৭), পিতা-মোঃ রেজাউল হক, সাং-বালিরদিয়ার, থানা-দৌলতপুর ও লালন হোসেন (৩৫), পিতা-মৃত কয়েল মন্ডল, সাং-কৈপাল, থানা-দৌলতপুর, সর্ব জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সদস্যগণ গ্রামের লোকজনের কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের এনআইডি কার্ড সংগ্রহ ও আঙ্গুলের ছাপ ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য মোবাইলের সিম কার্ড উত্তোলন করে আসছিল। গ্রেফতারের পর আসামীদের নিকট হতে পাসপোর্ট ২টি, মোবাইল ফোন ৮টি, ট্যাব ৪টি, নিবন্ধিত সিম কার্ড ৭১টি, অনিবন্ধিত সিম কার্ড ২৩৬টি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ৫টি, মোটরসাইকেল ২টি এবং নগদ ৩৭,৪০৪/- টাকা সহ উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন