শুধু নারীকেন্দ্রিক কনটেন্ট তৈরির জন্য অভিনেত্রী রিস উইদারস্পুন হ্যালো সানশাইন নামে একটি মিডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছেন।
এই উদ্যোগ প্রতিষ্ঠার জন্য তিনি অটার মিডিয়া নামে অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছেন। এই প্রতিষ্ঠানটি টিভি অনুষ্ঠান, চলচ্চিত্র এবং ডিজিটাল মাধ্যমে নারীদের জন্য এবং তাদের দ্বারা সৃষ্টি কাহিনী তুলে ধরবে।
“এই নতুন কোম্পানিটি দিয়ে পিটার চেরনিন এবং এটিঅ্যান্ডটি’র সঙ্গে কাজ করতে পারছি বলে আমি দারুণ রোমাঞ্চিত,” রিস বলেন।
“নির্ভুলতা আর হাস্যরসের মধ্য দিয়ে নারীদের গল্প তুলে ধরা আমার সারা জীবনের স্বপ্ন। এই সহযোগিতা দিয়ে আমরা বিস্তৃত দর্শকদের কাছে আমরা নারীকেন্দ্রিক বিষয়বস্তু নিয়ে যেতে পারব। নারীরা যেখানেই অবস্থান করে হ্যালো সানশাইন সেখানেই আমাদের কনটেন্ট নিয়ে যাবার প্রতিশ্রæতি দেবে, তা হোক চলচ্চিত্র থিয়েটার, বাড়ি বা মোবাইল ডিভাইস। নারীরা এখন এমন বিনোদন চায় যা তাদের কাছে অর্থপূর্ণ। হ্যালো সানশাইন এমন কনটেন্ট দেবে যা থেকে নারীরা বিনোদন পেতে, শিখতে পারবে আর একতাবদ্ধ হতে পারবে,” ৪০ বছর বয়সী তারকাটি বলেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন