মানবতা বিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হামিদ খান (৭৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে নিজ গ্রাম পূর্ব নলতা থেকে গ্রেফতার করে। তিনি নেছারউদ্দীন খানের ছেলে।
সাতক্ষীরা থেকে গ্রেফতার।
কালিগঞ্জ থানার ওসি মো: হালিমুর রহমান বাবু জানান, চলতি বছরেই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মামলা নম্বর আই,সি,টি - বি,ডি ১/২০২২। আদালত এই মামলায় তিনজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ওসি বলেন, আসামী আব্দুল হামিদ খানকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। অন্য দুই আসামীকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন